ঢাকায় গভীর রাতে দুই নিরাপত্তাকর্মীকে গুলি, ঢামেকে ভর্তি

2 months ago 45

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তদের গুলিতে দুই নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- মো. মনির হোসেন সানি (৪৫) ও মো. আলমগীর (৪০)।

শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ দুজনকে ঢামেকে নিয়ে আসা সবুজ বলেন, নাইট ডিউটি করার সময় গভীর রাতে এ দুই নিরাপত্তাকর্মী বাইরে গুলির শব্দ শুনতে পান। পরে তারা দুজন টর্চলাইট নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাদের দুজনের পায়ে গুলি করে পালিয়ে যান।

তিনি বলেন, কে বা কারা তাদের দুজনকে গুলি করে পালিয়ে গেছেন তা জানা যায়নি। গুলিবিদ্ধদের মধ্যে মনির হোসেন পটুয়াখালী জেলার বাউফল থানার মো. হারেসের সন্তান। আলমগীর খুলনা জেলার দিঘলিয়া থানার আব্দুস সাত্তারের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ভোর রাতের দিকে কদমতলী এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করা হয়েছে। দুজনই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

Read Entire Article