ঢাকায় বিশৃঙ্খলা নিয়ে সারজিসের কড়া বার্তা

1 hour ago 4
বিক্ষোভ, সহিংসতা আর আন্দোলন যেন কোন ভাবেই শেষ হচ্ছে না রাজধানী ঢাকা থেকে। প্রতিদিনই কোন না কোন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।   সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ। যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ। জুলাই-আগস্টে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আলোচনায় আসেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম।  এর আগে ১৯ নভেম্বরে এক স্ট্যাটাসে সারজিস জানান, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে ২য় অভ্যুত্থান হবে বলে হুশিয়ারি দেন তিনি।
Read Entire Article