বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বুধবার (২৮ মে) বিকেল থেকে ঢাকার আকাশে মেঘ করতে থাকে। এদিন রাতে ঢাকার কিছু জায়গা বৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার (২৯ মে) সকালে বৃষ্টির সঙ্গে শুরু হয় বাতাস।
এদিকে আজ দুপুর ১টার মধ্যে দেশের ছয় অঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
অঞ্চলগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল বুধবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। অন্যদিকে মৌসুমি বায়ু দেশের পাঁচ বিভাগে বিস্তার লাভ করেছে। এ অবস্থায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিপাত কোথাও কম আবার কোথাও বেশি হতে পারে।
এদিন আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ৩১ মে পর্যন্ত টানা তিনদিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বিএ/এএসএম

 4 months ago
                        94
                        4 months ago
                        94
                    








 English (US)  ·
                        English (US)  ·