ঢাকায় মধ্যরাতে বজ্রসহ শিলাবৃষ্টি

2 hours ago 2

মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় দু দফায় বৃষ্টি হয়েছে। এসময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। মধ্যরাত ১টা ৫০ এ বৃষ্টি শুরু হয়ে চলে রাত ৩টা পর্যন্ত।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, রাতে ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল আবার বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, শীতের আগ মুহূর্তে এমন বৃষ্টি হয়।

আরও পড়ুন:

এর আগে মঙ্গলবার সন্ধ্যার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরএএস/জেআইএম

Read Entire Article