‘জানুয়ারিতে ঢাকায় মিশন বসিয়ে ভিসা ইস্যু করবে রোমানিয়া’, এ রকম শিরোনামের অনলাইনে বেশ কয়েকটি পোর্টালে ভেসে বেড়ানো একটি নিউজকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
বুধবার (৪ ডিসেম্বর) রোমানিয়ার পররাষ্ট্রসচিব ট্রায়ান রিস্টিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, রোমানিয়ার পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্য আমরা প্রস্তাব করেছি, খুব দ্রুত যেন দুই দেশের মধ্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) করা হয়, রিস্টিয়া এতে সায় দিয়েছেন।
তিনি আরও জানান, অনেক বাংলাদেশি (প্রায় ৭০০ থেকে ৮০০) পরিস্থিতির কারণে অবৈধ হয়ে গিয়েছেন। কিন্তু তারা বৈধভাবে রোমানিয়াতেই থাকতে চান। তাদের জন্য যেন একটি ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করে তাদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়, এমন প্রস্তাব পররাষ্ট্রসচিব ও অন্য কর্মকর্তারা বিষয়টি খুব পজেটিভলি নিয়েছেন।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই তারা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকদের অবৈধতা থেকে বৈধতা প্রদানে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনায় বসবেন।
এ সময় বাংলাদেশি শ্রমিকদের ভিসা সমস্যা সমাধানে রাষ্ট্রদূত ঢাকায় আবার একটি কনস্যুলার টিম প্রেরণ অথবা ভিএফএস চালু করার প্রস্তাব দেন মো. দাউদ আলী।
জবাবে রোমানিয়ার পররাষ্ট্রসচিব রিস্টিয়া জানান, তারা দুটো বিষয় নিয়েই কাজ করতে আগ্রহী। তবে ভিএফএস বাস্তবায়ন করা তাদের জন্য বেশি সহজ বলে তিনি জানান। এ জন্য ভিসা বিধিতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।
বৈঠকে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বুখারেস্টের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল।