ঢাকায় শুরু হচ্ছে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় পর্ব

2 days ago 8

শুরু হতে যাচ্ছে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর দ্বিতীয় পর্ব। বাংলাদেশের পাহাড়ি আদিবাসী বিভিন্ন জাতির চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে আমাদের আদিবাসী চলচ্চিত্রের নতুন দিনের বাস্তবতাকে যেন সবার সামনে তুলে ধরার এ এক অনন্য আয়োজন। ঢাকায় আগামী ২ জানুয়ারি থেকে ষষ্ঠ হিল ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় পর্বটি শুরু হচ্ছে। ঢাকায় প্রদর্শনী ভেন্যুগুলো হচ্ছে ‘দৃক’ এবং ‘শালা দ্য নেইবারহুড আর্ট স্পেস’।

এর আগে রাঙামাটির উদ্যোগ রিসোর্স সেন্টার এবং জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই চলচ্চিত্র উৎসবের প্রথম পর্বটি শুরু হয় গত ২৬ ডিসেম্বর।

উৎসবের চলচ্চিত্র প্রদর্শনীতে কোনো টিকিট ফি নেই। বাংলাদেশের পাহাড়ি চলচ্চিত্র ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের আদিবাসী চলচ্চিত্র প্রদর্শন হচ্ছে এ উৎসবে।

এর আগে রাঙামাটি পর্বে ‘রাঙামাটির উদ্যোগ’-এ ফিল্ম এবং অন্যান্য ভিজুয়াল আর্টস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। যাতে আলাপ করেছেন বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। এ উৎসবের আলোচনায় আরও অংশ নিয়েছেন সুবাশিষ চাকমা ও সোহরাব জাহান।

এর আগে এডিটর দেওয়ানের সঞ্চালনায় অঞ্জুলিকা খীসা, সুব্রত চাকমা আর সান্তুআ ত্রিপুরা, আলাপ করেছেন ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ভাষার সিনেমা’ নিয়ে।

সবার জন্য উন্মুক্ত এই চলচ্চিত্র উৎসবটিতে পাহাড়ি বাঙালি সব চলচ্চিত্রপ্রেমী মানুষের আনন্দমুখর এক পরিবেশ তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশে আদিবাসী চলচ্চিত্রের অগ্রযাত্রা স্পষ্ট হয়ে উঠছে।

Read Entire Article