ঢাকায় শ্রমিক লীগ নেতা সোহান গ্রেফতার

1 month ago 28

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিন মামলার এজাহারনামীয় আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার হারিসুর রহমান সোহান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সোহানকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/এমএস

Read Entire Article