ঢাকায় সিজিএস সম্মেলন শুরু আজ, বক্তব্য দেবেন ড. ইউনূস-মাহাথির
আজ শনিবার ঢাকায় শুরু হচ্ছে নীতি-গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) সম্মেলন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী সমবেত হবেন। সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। জিল্লুর রহমান জানান, শনিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সিজিএসের নির্বাহী পরিচালক বলেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ