ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের বড় ভাই এস এম শরিফুল আলম। তিনি বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সাম্যের বন্ধু-বান্ধব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, ভিসি স্যার। ঘটনার দিন রাত থেকেই তারা আমাদের সাহস ও শক্তি জুগিয়েছেন।’
রোববার (১৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এর আগে শাহরিয়ার আলম সাম্যের সহপাঠীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে শাহবাগ থানা অবরোধ করে।
এ সময় নিহত সাম্যের বড় ভাই এসএম শরিফুল আলম বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সাম্যের বন্ধু-বান্ধব সবার কাছে আমার দাবি একটাই- আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যেন কালক্ষেপণ করা না হয়। শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়- এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
সাম্যের বন্ধু-বান্ধব, ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানিয়ে শরিফুল আলম বলেন, আমি ধন্যবাদ জানাই ছাত্রদলের ছোট ভাই-বোনদের। তারা আমাদের সাথে সবসময় ছিল। এখন পর্যন্ত তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আমাদের পরিবার থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা।
তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, আমার ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ফেঁসে না যায়। আমার ভাই মারা গেছে আমার ভাইকে ফিরে পাব না। কিন্তু আমরা এটাও নিশ্চয়তা চাই, খুনির যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। আমার ভাইয়ের পরিণতি যেন আর কোনো ভাইকে বরণ করতে না হয়। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন জান্নাতবাসী হয়।

5 months ago
50









English (US) ·