ঢাবি ছাত্রলীগ নেতা রুবেলসহ গ্রেপ্তার ২

20 hours ago 4
শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সহ-সম্পাদক মাহমুদুল হাসান রুবেলসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের আজাদ আলী ছেলে মাহমুদুল হাসান রুবেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদবিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক। অন্যজন ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম।  শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৮টার দিকে ঝিনাইগাতি থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। রুবেল শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।  পুলিশ সুপার আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের দুই নেতা পুলিশ হেফাজতে রয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Read Entire Article