ঢাবিতে অপ্রীতিকর অবস্থায় আটক ২ বহিরাগত, থানায় সোপর্দ

2 months ago 6

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বর থেকে বহিরাগত এক নারী ও পুরুষকে অপ্রীতিকর অবস্থায় আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিচয়ে অসামঞ্জস্যতা পাওয়ায় তাদের পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে ) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এই ঘটনা ঘটে। আটকৃতদের নাম সাখাওয়াত হোসেন ও রিমা আক্তার।

প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী তানিম বলেন, ক্যাম্পাসের মল চত্বরে তারা অপ্রীতিকর অবস্থায় বসে ছিল। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী তাদের চলে যেতে বলেন। তারা স্থান ত্যাগ না করে নিজেদের সাবেক শিক্ষার্থী, এডমিন ক্যাডার, অ্যাডভোকেট ইত্যাদি পরিচয় দেয়। পরবর্তীতে আমি এগিয়ে গিয়ে তাদের আইডি কার্ড দেখতে চাই। কিন্তু তারা সঠিক পরিচয় পত্র দেখাতে ব্যর্থ হয়। তারা ভুয়া পরিচয়পত্র দেখায় যেগুলোর সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সামঞ্জস্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানার পরে রাত এগারোটার দিকে ঘটনাস্থলে আসেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্য পাওয়ায় রাত সাড়ে এগারোটায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. রবিউল ইসলাম কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে তাদের পরিচয় জানতে চাইলে তারা একেক সময় একেক তথ্য দেয়। আইডি কার্ড থেকে পাওয়া তথ্যানুযায়ী, তাদের একজনের নাম সাখাওয়াত হোসেন ও অন্যজনের নাম রিমা আক্তার। তারা বৈধ স্বামী স্ত্রী নয়। তাই তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে দেওয়া হয়। এখন পুরো বিষয়টি পুলিশ দেখছে।

Read Entire Article