ঢাবিতে আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মুহসীন হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘স্বাধীনতা ২.০ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টে’র ফাইনালে হাজী মুহম্মদ মুহসীন হল ১০০ রানের ব্যবধানে স্যার এ এফ রহমান হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
হাজী মুহম্মদ মুহসীন হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নীরব হোসেন ৫১ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে স্যার এ এফ রহমান হল ১৪.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয়।
হাজী মুহম্মদ মুহসীন হলের পক্ষে সাইমন ৪ টি এবং শোয়েব আখতার রনি ৩ টি উইকেট পান।
ফাইনালে প্লেয়ার অব দ্যা ম্যাচ ও টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী নীরব হোসেন। প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সিফাত সাদিক খান। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৪ টি উইকেট শিকার করেন শোয়েব আখতার রনি।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ১৩টি হল ও ২টি হোস্টেলের ছাত্ররা অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।