ঢাবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক

2 hours ago 2

বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে যেকোনো যৌক্তিক আন্দোলন ও সংগ্রামে ছাত্ররাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত আওয়ামী ফ্যাসিবাদের পতনে ছাত্র সংগঠনগুলোর অনস্বীকার্য অবদান রয়েছে।

তারা বলেন, ক্যাম্পাস জ্ঞান ও মত চর্চার উন্মুক্ত প্রাঙ্গণ। এখানে বিভিন্ন মত ও পথের শিক্ষার্থীরা তাদের মতাদর্শ চর্চা করবে। দেশপ্রেম, নেতৃত্বের বিকাশ, নৈতিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটাবে। কিন্তু ছাত্ররাজনীতি নিষিদ্ধের নামে শিক্ষার্থীদের অধিকার খর্ব করার অপচেষ্টার পরিণাম ভালো হবে না। রাজনীতি ছাড়া ক্যাম্পাসগুলো নৈরাজ্যবাদের আড্ডাখানায় নিমজ্জিত হবে বলেও মনে করেন তারা।

নেতারা অবিলম্বে এমন ঘোষণা প্রত্যাহারসহ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এমএইচএ/এমএইচআর/জেআইএম

Read Entire Article