ঢাবিতে ছাদের পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ছাদের পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত এক শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার আহত শিক্ষার্থী মাসুদকে দেখতে যান ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানসহ অন্য দায়িত্বশীলরা।
এ সময় তারা আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন এবং হলের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনগুলো পরিদর্শন করেন। পলেস্তারা খসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শিবির নেতারা।
শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রশিবির প্রদত্ত সংস্কার প্রস্তাবনায় ঝুঁকিপূর্ণ আবাসিক স্থাপনাগুলোর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর আগেও হলের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এসব বিষয়ে দাবি-দাওয়া উপস্থাপন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থায় আশানুরূপ উন্নতি পরিলক্ষিত হয়নি।
অনতিবিলম্বে মুহসীন হলসহ সব হলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার সাধন, নতুন ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলের পরিধি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রশিবির নেতারা।