ঢাবিতে তিনদিন ব্যাপী নন-ফিকশন বই মেলা শুরু শনিবার

নবমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধনী দিন শনিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। সংবাদ সম্মেলনে বলা হয়, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। আট বছর আগে শুরু হওয়া এ বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠক মহ

ঢাবিতে তিনদিন ব্যাপী নন-ফিকশন বই মেলা শুরু শনিবার

নবমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নন ফিকশন বইমেলা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষদের ড. আব্দুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলার উদ্বোধনী দিন শনিবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

সংবাদ সম্মেলনে বলা হয়, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য হলো শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। আট বছর আগে শুরু হওয়া এ বইমেলা এরই মধ্যে শিক্ষার্থী ও পাঠক মহলে সমাদৃত হয়েছে। পাশাপাশি পুস্তক বিপণনের ক্ষেত্রেও অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগ্রহের সঙ্গে এ মেলায় অংশ নেয়। এ বছর মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।

এসময় ওই সংবাদ সম্মেলনে অন্যান্যদের বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল আলম, প্রধান প্রতিবেদক ইমামুল হাছান আদনান, যুগ্ম বার্তা সম্পাদক শানজিদ অর্ণব, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং মঞ্জুর হোসাইন, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিজিএম মো. আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বইয়ে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং নন-ফিকশন গ্রন্থ সম্মাননা: জানা যায়, গত বছরের মেলার ধারাবাহিকতায় এ বছরও নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫ প্রদান করতে যাচ্ছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারকদের প্যানেল নন-ফিকশন বই নির্বাচিত করবেন। মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে জুরিদের নির্বাচিত বইকে নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫ দেয়া হবে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র‍্যাফল ড্রর আয়োজন। র‍্যাফল ড্রয়ে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow