ঢাবিতে পুলিশি হামলার প্রতিবাদে প্রক্টর কার্যালয়ের সামনে বিক্ষোভ

4 days ago 4

বামপন্থি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বামপন্থি ছাত্র সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে আসেন তারা। এ সময় প্রক্টর অফিসে না থাকায় অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বামপন্থি শিক্ষার্থীরা এ সময় ‘ক্যাম্পাসে হামলা হয়, প্রক্টর কী করে’, ‘ছাত্রদের পুলিশ মারে, প্রক্টর কী করে’, ‘ ক্যাম্পাসে হামলা কেন, প্রক্টর জবাব চাই’, ‘জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভের এক পর্যায়ে সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি উপস্থিত হলে বিক্ষোভকারীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।

এমএইচএ/বিএ/এএসএম

Read Entire Article