ঢাবিতে ‘প্রশাসনিক নীতিবিদ্যা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

3 months ago 32

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘প্রশাসনিক নীতিবিদ্যা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ীর সভাপতিত্বে কর্মশালায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জীবনের সব ক্ষেত্রে নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিকতা অবলম্বনের মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় প্রশাসনিক অবকাঠামো, নৈতিকতা এবং উন্নয়ন: বাংলাদেশ প্রসঙ্গ; জনপ্রশাসনে দুর্নীতি প্রতিরোধে করণীয়; বাংলাদেশের জনপ্রশাসনে নৈতিকতা, দায়বদ্ধতা ও বণ্টনমূলক ন্যায্যতা; শিক্ষাপ্রশাসনের নৈতিক দায়িত্ব ও ওবিই সংকট; শিক্ষাপ্রশাসনে নৈতিক নেতৃত্ব; টেকসই উন্নয়ন ও নৈতিকতা: প্রেক্ষিত বাংলাদেশ- প্রভৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। দেশের খ্যাতিমান দার্শনিক, প্রাবন্ধিক ও গবেষকরা এসব প্রবন্ধ উপস্থাপন করেন।

এফএআর/এএমএ/এএসএম

Read Entire Article