ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃবিভাগ বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ। রানার্স আপ হয়েছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)।
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জুলকার নাইন ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন। এছাড়া, যৌথভাবে উৎসবের সেরা বিতার্কিক হয়েছেন আসিফ রহমান (নৃবিজ্ঞান), নাহিন আহমেদ (রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং) এবং তরিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান)।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
- আরও পড়ুন
বাম-শিবির মুখোমুখি স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
জামায়াত-শিবির ২৪ দিয়ে ৭১ ঢাকার চেষ্টা করছে: এনসিপি নেতা অনিক
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘জুলাই অভ্যুত্থান: তারুণ্যের কণ্ঠস্বর’ স্লোগানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিতর্ক উৎসবের আয়োজন করে। গত ১০ জুলাই এই বিতর্ক উৎসব শুরু হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিতর্ক চর্চা মানুষের মেধা ও মননশীলতার বিকাশ ঘটায় এবং বুদ্ধিমত্তাকে শাণিত করে। যুক্তিবাদী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য তিনি বিতার্কিকদের প্রতি আহ্বান জানান।
মোট ৫৩টি বিভাগ ও ইনস্টিটিউট এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে। উৎসবের ফাইনাল রাউন্ডসহ মোট ৭৫ রাউন্ডে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
এফএআর/কেএসআর