ঢাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনকে ছাত্রদল নেতার বই উপহার

3 hours ago 4

ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠনগুলোর মাঝে সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিভিন্ন ছাত্রসংগঠনকে বই উপহার দিয়েছেন ছাত্রদলের এক নেতা। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই বই উপহার দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল। 

এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।  

জাহিদ শাকিল জানান, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এখানে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার শিক্ষাও দেয়। ক্যাম্পাসে সহাবস্থান হলো মতভেদ থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে পথ চলা । ক্যাম্পাসে সহাবস্থান বজায় থাকলে গড়ে উঠবে মুক্তচিন্তা, গবেষণা ও মানবিক মূল্যবোধের পরিবেশ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।

জিয়াউর রহমান রচিত 'আমার রাজনীতির রূপরেখা', হেদায়েত হোসেন মোর্শেদ রচিত 'একজন জিয়া', ড. আব্দুল লতিফ মাসুদ রচিত '৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান' এবং ড. হাসান প্রধান রচিত '১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা' সহ বিভিন্ন বই উপহার হিসেবে প্রদান করেন তিনি।

Read Entire Article