ঢাবিতে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে পিতা মাতার স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য পরিবারের পক্ষে ড. সৈয়দা জাকিয়া হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে। এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই ট্রাস্ট ফান্ড শুধু বৃত্তি প্রদানের একটি উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সমাজের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে উঠলে শিক্ষা ও মানবিক উন্নয়নে তার প্রতিফলন ঘটে। তিনি আরও বলেন, এই ট্রাস্ট ফান্ডকে ঘিরে কমিউনিটি আউটরিচ কার্যক্রম জোরদার করা, আধুনিক ডেটাবেস এবং স্বচ্ছ তথ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সা

ঢাবিতে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ে ‘সৈয়দ আবদুল আজিজ ও আখতারুন নাহার ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে এক অনুষ্ঠানে পিতা মাতার স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য পরিবারের পক্ষে ড. সৈয়দা জাকিয়া হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই ট্রাস্ট ফান্ড শুধু বৃত্তি প্রদানের একটি উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সমাজের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে উঠলে শিক্ষা ও মানবিক উন্নয়নে তার প্রতিফলন ঘটে।

তিনি আরও বলেন, এই ট্রাস্ট ফান্ডকে ঘিরে কমিউনিটি আউটরিচ কার্যক্রম জোরদার করা, আধুনিক ডেটাবেস এবং স্বচ্ছ তথ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং সৈয়দ আব্দুল্লাহ আল মুতিসহ দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই তহবিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ এবং ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের এককালীন বা মাসিক বৃত্তি প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow