ঢাবির কুয়েত মৈত্রী হলে নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল

2 months ago 8

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের হলে ফুল দিয়ে বরণ করেছেন বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদল নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুল।

সোমবার (৩০ জুন) কুয়েত মৈত্রী হলের সামনে পুতুল নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের পাশাপাশি কলম, সার্টিফিকেট ফাইল ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে পুতুল কালবেলাকে বলেন, নবীন শিক্ষার্থীদের মধ্যে এই ধারণা তথা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে ও প্রজন্মের জন্য ছাত্রদলের ইতিবাচক বিভিন্ন উদ্যোগকে জানাতে আজ আমরা এই আয়োজন করেছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি নতুন এই প্রজন্মকে নিয়ে আমরা একটি সাম্য, মানবিক ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। পাশাপাশি, আমরা প্রত্যাশা করছি, আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

Read Entire Article