ঢাবির ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তার কর্মচারীর মুক্তির দাবিতে শাহবাগ থানায় একদল ব্যক্তি

5 hours ago 9

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে আটক করে শাহবাগ থানা পুলিশ। এবার সেই কর্মচারীর মুক্তি দাবিতে শাহবাগ থানায় অবস্থান নেন একদল ব্যক্তি। 

বুধবার (০৬ মার্চ) রাত থেকে তারা থানার সামনে আবস্থান করে। 

রাস্তায় চলাচলের সময় নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফকে (অর্ণব) বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ।

হেনস্তার পর এ শিক্ষার্থী প্রথমে ঢাবির প্রক্টর অফিসে অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা করেন।

এরপর সেই কর্মচারীকে শাহবাগ থানায় আটক করা হয়। এবার এ কর্মচারীর মুক্তির দাবিতে মাঝরাত থেকে থানার সামনে জড়ো হতে থাকেন বেশ কয়েকজন ব্যক্তি। 

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, মোস্তফা আসিফকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে কিছু ব্যক্তি গতকাল রাত থেকে থানায় আছেন। তারা এখনো আছেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসিফকে আদালতে পাঠাবেন তারা। এ বিষয়ে কাজ চলছে।

এর আগে, শাহবাগ থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হেনস্তার শিকার হন বলে এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন সেই শিক্ষার্থী। পোস্টে তিনি লিখেন, ‘এই লোকটা আজকে আমাকে শাহবাগ থেকে আসার পথে হ্যারাস করেছে। সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলতেসে, আমার ড্রেস ঠিক নাই, আমি পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল। পরবর্তী সময়ে তাকে আমি জিজ্ঞাসা করি, আপনি কোন হলে থাকেন, কোন ডিপার্টমেন্টে পড়েন। উত্তরে বলেন, সে এই ক্যাম্পাসের কেউ না।’

Read Entire Article