রাজশাহীর তানোর উপজেলার গুড়ইল কৃষ্ণপুর এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা জানান, গত ১৭ জানুয়ারি গভীর রাতে তানোরের পাঁচন্দর ইউনিয়নের গুড়ইল কৃষ্ণপুর সাঁওতালপাড়ায় হামলার ঘটনা ঘটে। এতে মোসারুল হক দুখু, মিজান সরকার, বাবুল মৃধা, মো. নাজমুল, মো. জুলফর, মো. বিপ্লব, শরিফুল ইসলাম ভুলু ও মো. ভাষানের বিরুদ্ধে মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
সাঁওতাল সম্প্রদায়ের প্রায় ৪০টি পরিবার গত ৪৭ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। ভূমিদস্যুদের চক্রান্তের কারণে তারা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। এলাকাটি একসময় হিন্দু জমিদারের সম্পত্তি ছিল এবং এটি ভেস্টেড প্রপার্টি হিসেবে চিহ্নিত। আদালতে আদিবাসীদের পক্ষে দুটি রায় থাকা সত্ত্বেও, হামলাকারীরা সীমানা খুঁটি তুলে ফেলেছেন এবং গভীর রাতে রিপন মুর্মুর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
বক্তারা অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন ভুক্তভোগীদের সহায়তা করছে না। হামলাকারীরা শিশু-কিশোর ও শিক্ষার্থীদের অপহরণের হুমকি দিচ্ছে। ফলে তারা স্কুল-কলেজে যেতে পারছে না। নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা রিপন মুর্মু। এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, আদিবাসী নেতা শিবলাল মুর্মু প্রমুখ।