ঢাবির জগন্নাথ হল থেকে ভারতীয় আগ্রাসনবিরোধী মিছিল

1 month ago 17

ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা এবং এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এসময় জগন্নাথ হলের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সমাবেশে যোগ দেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা’, ‘জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে’, ‘সীমান্তে হামলা জগন্নাথ হল মানবে না’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় জগন্নাথ হলের শিক্ষার্থী জয় পাল বলেন, আমরা বাংলাদেশি এটা আমাদের পরিচয়। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকলের একটাই পরিচয় সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক। যেভাবে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা হয়েছে, প্রত্যেক নাগরিকদের এতে প্রতিবাদ জানাতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা একতাবদ্ধ থাকবো।

আরও পড়ুন

মিছিলে বিভিন্ন হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে ভিসি চত্বরে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে জগন্নাথ হলের শিক্ষার্থী শরবা মিত্র বলেন, গত ১৬ বছর পরে বাংলাদেশ যখন দিল্লির গোলামি ছেড়ে মাথা উঁচু করে দাড়িয়েছে, দিল্লির দিকে চোখে চোখ রেখে তাকাচ্ছে, দিল্লির ঘুম তখন হারাম হয়ে গেছে।

তিনি বলেন, এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এ দেশেরই। এ দেশে কোনো বিদেশি শক্তির দালাল থাকবে না। এ দেশে যদি কোনো দালাল থাকে, তাহলে একমাত্র বাংলাদেশের দালাল থাকবে। আমাদের দেশের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভারতসহ সব বিদেশি শক্তির চক্রান্ত রুখে দিতে হবে।

এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

এমএইচএ/এসআইটি/এমএস

Read Entire Article