ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহিদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক মেসবাহ উদ্দিন আলীকে আহ্বায়ক এবং বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ্ খান লিটনকে সদস্যসচিব করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার অফিসার্স ক্লাবে শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়।
অত্যন্ত প্রাণোচ্ছল ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠেয় এ সভা শহীদুল্লাহ্ হলের নবীন ও প্রবীণদের এক মিলনমেলায় পরিণত হয়। এরপর এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শহীদুল্লাহ্ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।