ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সুযোগ শেষ হচ্ছে আজ। সোমবার (১২ জানুয়ারি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে নির্ধারিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে। এর আগে ৪ জানুয়ারি রাত ১০টার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তির ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। উল্লেখ্য, গেল বছরের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে ৪টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে অংশ নেয় ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯শ’ ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। বিজ্ঞান শাখার ৫ হাজার ১৪৮ জন, মানবিক শাখার ৫ হাজার ৮৯২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ২৩ হাজার ২২জন শিক্ষার্থী ভর

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শেষ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সুযোগ শেষ হচ্ছে আজ।

সোমবার (১২ জানুয়ারি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে নির্ধারিত তারিখ অনুযায়ী জমা দিতে হবে। এর আগে ৪ জানুয়ারি রাত ১০টার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তির ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

উল্লেখ্য, গেল বছরের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ঢাকার বাইরে ৪টি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে অংশ নেয় ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯শ’ ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

বিজ্ঞান শাখার ৫ হাজার ১৪৮ জন, মানবিক শাখার ৫ হাজার ৮৯২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ২৩ হাজার ২২জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটের ( https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow