ঢাবির রোকেয়া ও সুফিয়া কামাল হলে নবীনদের বরণ করল ছাত্রদল

2 months ago 6
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা। নবীন বরণের এ আয়োজনে সোমবার (৩০ জুন) দুপুরে রোকেয়া হলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, নেত্রী শ্রাবনী আক্তারসহ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে কবি সুফিয়া কামাল হলে উপস্থিত ছিলেন তাওহীদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া আলোসহ হল শাখার নেত্রীরা। ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা বলেন, নবীনদের মধ্যে হল নিয়ে একটা অজানা ভয় কাজ করে। অতীতে ফ্যাসিবাদী জামানায় হলে শিক্ষার্থীদের ওপর জুলুম-নিপীড়নের স্টিমরোলার চালানো হয়েছে। আমরা সেই আতঙ্ক কাটিয়ে এক নতুন পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে ছাত্ররাজনীতি মানে ভয় নয়- সহযোগিতা ও সহযাত্রা। নবীনদের স্বাগত জানানোর মধ্য দিয়ে আমরা সেই বার্তাই দিতে চেয়েছি। সুফিয়া কামাল হল শাখার নেত্রী তাসনিয়া জান্নাত চৌধুরী বলেন, নবীনরাই আগামী দিনের দেশ গড়বে। তাদের পাশে থাকার প্রত্যয় নিয়েই আমরা আজকের এ আয়োজন করেছি। ফুল, কলম ও চকলেট আমাদের পক্ষ থেকে তাদের প্রতি এক ধরনের প্রতীকী বন্ধন- যাতে তারা বুঝে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হয়ে পাশে থাকে। হল দুটিতে ছাত্রদলের এমন উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও উচ্ছ্বাস। অনেকেই জানান, রাজনীতির নামে যেখানে ভয়ভীতি দেখানোর সংস্কৃতি ছিল, সেখানে এমন সদয় ও বন্ধুসুলভ আচরণ তাদের মধ্যে আশার আলো জাগিয়েছে। 
Read Entire Article