ঢাবির শামসুন নাহার হলে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ছাত্রদলের

2 months ago 4

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও চকোলেট দিয়ে বরণ করে নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রীরা।

সোমবার (৩০ জুন) হল প্রাঙ্গণে নবীনবরণের এ আয়োজনে উপস্থিত ছিলেন শামসুন নাহার হলের ছাত্রদল নেত্রী আনিকা তাসনিম, রাবেয়া খানম জেরিন, শিরিন আক্তার ও অন্যরা। এসময় তারা নবীন শিক্ষার্থীদের ফুল, চকোলেট, কলম, ফাইল ও অন্যান্য জিনিস দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে আনিকা তাসনিম বলেন, নতুনরাই আগামীর দেশ গড়ার কারিগর। তবে বিগত ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক প্রাকটিস দেখে তাদের মনে বিরূপ ধারণা জন্ম নিয়েছে৷ নতুন দেশে নারীদের জন্য সহযোগিতাপূর্ণ ও সম্ভাবনাময় এই যাত্রায় তাদের স্বাগত জানাতেই আমাদের আজকের এই প্রয়াস।

আগত শিক্ষার্থীরা তাদের বরণ করে নেওয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। উপস্থিত ছাত্রী নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন পরিচালনা করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শামসুন নাহার হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, সুফিয়া কামাল হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ অন্যান্য হলেও নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।

এফএআর/এএমএ/জেআইএম

Read Entire Article