ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন নাহার হলের ৪১ শিক্ষার্থী ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি, শহিদুল হক স্মৃতি বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তি লাভ করেছেন।
রোববার (২৫ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
- আরও পড়ুন
চুরির অপবাদে ঢাবি শিক্ষার্থীকে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দ
তিন অধিদপ্তরে নতুন ডিজি, দুই করপোরেশনে চেয়ারম্যান
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা। ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খণ্ডকালীন আবাসিক শিক্ষক ড. নাফিজা ফেরদৌসী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।
এফএআর/কেএসআর

5 months ago
15









English (US) ·