ঢামেক এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

2 weeks ago 7

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় নার্সিং কলেজের সামনে থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কলেজের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা ঢাকা মেডিকেলের বহির্বিভাগ ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান মাধ্যমে খবর পাই নার্সিং কলেজের সামনে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আমরা সংশ্লিষ্ট থানাকে খবর দিয়েছি। তারা বিষয়টি দেখবেন। প্রযুক্তির সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/এএমএ/এএসএম

Read Entire Article