রাজধানীর পুরান ঢাকার আগামাসি লেন থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাফওয়ান (৪) নামে চিকিৎসা নিতে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ চিকিৎসার অবহেলাযর কারণেই তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই শিশুকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সাফওয়ানকে শিশু ওয়ার্ডে পাঠান। পরে ওই ওয়ার্ডে গেলে চিকিৎসক দ্রুত তাকে অক্সিজেন দিতে বলে। তার কিছুক্ষণ পরেই ওই শিশুর মৃত্যু হয়।
এ নিয়ে শিশুটির স্বজনরা চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে তারা অভিযোগ করে বলেন, চিকিৎসার অবহেলায়ই তাদের বাচ্চাকে চিকিৎসক মেরে ফেলেছে।
ওই সময় জুয়েল নামের এক ট্রলিম্যানকে শিশুটির স্বজনরা পিটিয়ে গুরুতর জখম করেন। পরে ওই শিশুর লাশ নিয়ে জোর করে যাওয়ার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তিনজনকে আটক করে। তারা হলেন- সামির (৩০), সোয়েব (২১) ও রেজাউল (২৫)। তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পুরান ঢাকার আগামাসি লেন থেকে কিডনিজনিত সমস্যা নিয়ে এক শিশু ভর্তি হয়। ভর্তির কিছুক্ষণ পরেই ওই শিশুটি মারা যায়। এই নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ডাক্তারদের কথা কাটাকাটি, হাতাহাতি হয়। এই বিষয় নিয়ে ঢাকা মেডিকেলের এক ট্রলিম্যানকে পিটিয়ে গুরুতর জখম করে শিশুটির স্বজনরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রোগীর ৩ সদস্যকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কাজী আল আমিন/এএমএ