ঢামেকে ভর্তি ছেলে, হাসপাতালে আসার পথে বাসচাপায় বাবা নিহত

2 months ago 10

রাজধানীর চকবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিনগত রাতে বুয়েট ও বকশীবাজার মোড়ের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল হকের বোন সিনথিয়া আক্তার বলেন, এশার নামাজ পড়ে আমার ভাই বুয়েট ও বকশীবাজারের মধ্যখানের রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জহিরুল হকের সন্তান অর্থাৎ আমার ভাতিজা ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। আমার ভাই মেডিকেলের দিকেই আসছিলেন ছেলের কাছে।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাবু পাড়া গ্রামে। তার ভাইয়ের দুই ছেলে। এর মধ্যে ছোট ছেলে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম

Read Entire Article