তদন্ত কমিটিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান সরকারের

14 hours ago 5

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে তথ্য দিয়ে সহায়তার জন্য গণমাধ্যমসহ অন্যদের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সরকারের পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমকর্মীরা অনেকেই ঘটনাস্থলে আগে পৌঁছেছিলেন, তাদের কাছে বিভিন্ন তথ্য থাকতে পারে। অনেক প্রশ্ন অনেকের মনে আছে, সব প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের মত করে দিতে থাকি তাহলে তো তদন্ত কমিটি করে লাভ হচ্ছে না। যার যা বক্তব্য আছে তা তদন্ত কমিটির কাছে দিলে তা তদন্তে সহায়ক হবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিং তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার অবশ্যই একটি সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে। অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটলো সেটির কারণ উদঘাটন করা গেলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা আর যেন না ঘটে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার কোনো ব্যত্যয় কিংবা অন্য কোনো বিষয় ছিল কি না, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এর সবই তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

আরও পড়ুন

বুধবার দিনগত রাত দুইটার কিছু আগে সচিবালয়ের নয় তলা বিশিষ্ট সাত নম্বর ভবনে আগুন লাগে। দীর্ঘ প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

এমইউ/এমকেআর/জেআইএম

Read Entire Article