এ বছর বরিশাল বিভাগজুড়ে আগাম তরমুজ উৎপাদন লাভবান হয়েছেন কৃষক। কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই ফসল কাটতে পারায় চাহিদামাফিক লাভ তাদের এ খুশি এনে দিয়েছে। তবে এক ধরনের ভাইরাস তরমুজের কিছু ক্ষেত বিনষ্ট করেছে।
না হলে আগাম তরমুজে বাম্পার ফলনের আশা ছিল কৃষকের। এরপরও লাভের অংশ ভালো থাকায় প্রতি বছর তরমুজে উৎপাদনে বাড়ছে জমির পরিমাণ। এর সঙ্গে বাড়ছে কৃষকেরও সংখ্যা।
বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ... বিস্তারিত