তরুণ গোলরক্ষককে হত্যা, জানা গেল কারণ

2 weeks ago 23
বয়স ছিল মাত্র ১৮। যে বয়সে নিজের দক্ষতাকে আরও বাড়িয়ে ক্যারিয়ার উজ্জ্বল করার সুযোগ ছিল সে বয়সেই প্রাণ হারালেন সেনেগালের ১৮ বছর বয়সী গোলরক্ষক শেখ তোরে। স্থানীয় সংবাদমাধ্যম ও সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শেখ তোরেকে ঘানায় অপহরণ করে হত্যা করা হয়েছে। ভুয়া বিদেশি স্কাউটদের প্রলোভনে পড়ে তিনি ঘানা যান এবং অস্ত্রধারী প্রতারকরা তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। শেখ তোরের পরিবার নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণ জোগাড় করতে না পারায় অপহরণকারীরা তরুণ ফুটবলারের জীবন কেড়ে নেয়। তরুণ এই গোলরক্ষক ‘এসপ্রি ফুট ইয়েমবেল’ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এবং এই প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্রীড়াবিদ হিসেবে বিবেচিত হচ্ছিলেন। এরই মধ্যে তার মরদেহ সেনেগালে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেনেগাল ও ঘানার যৌথ উদ্যোগে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
Read Entire Article