নির্বাচনী ইশতেহার, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনা কোনো কিছুতেই যেন তরুণ ও তরুণীরা বাদ না পড়ে সেদিকে নজর রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। এর আগে এদিন বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন।
তিনি বলেন, মনে রাখবেন, যে তরুণ-তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে।আপনার দল থেকে তাদেরকে সে সুযোগ দেওয়ার উদ্যোগ নিন।
প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে- এটা নিয়ে কারো কোনো আপত্তির সুযোগ রাখা যাবে না। আমরা সবাই সবার পছন্দের প্রতি সম্মান দেখাবো। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।
এমইউ/এএমএ/জেআইএম