‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি’

2 hours ago 4
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিএনপি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।  শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার তারুলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার করেন তিনি।  ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে জানিয়ে দেশে যেন আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান আমিনুল হক।  ঝালকাঠি সোনালি অতীত ও মিরপুর সোনালি অতীত এর মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিতব্য এই খেলায় মিরপুর সোনালি অতীত ৩/২ গোলে জয়লাভ করে।
Read Entire Article