তরুণ প্রজন্মের হাত ধরে হবে আগামীর বাংলাদেশ : মিফতাহ্ সিদ্দিকী

2 hours ago 4
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশকে বাঁচাতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রসমাজকে বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে আজকের তরুণ প্রজন্মের হাত ধরে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে ‘আগামীর বাংলাদেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিফতাহ্ সিদ্দিকী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশ ও রাষ্ট্র পরিচালনায় মূল ভূমিকা রাখবে। শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠা তরুণ প্রজন্মই পারে জাতিকে সঠিক দিশা দিতে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রসমাজকে সর্বদা জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে দেখেছেন। তার সময়েই শিক্ষাখাতে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।  তিনি আরও বলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উচ্চশিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ভাতা ও বৃত্তি প্রদানের মাধ্যমে প্রজন্মকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিশ্বায়নের সঙ্গে সমানতালে এগিয়ে নিতে যে নীতি প্রণয়ন করেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা তার দূরদর্শী চিন্তা ও পরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হবে। সুলেমান আহমদের সভাপতিত্বে ও মো. দিলদার হোসেন দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান সরকার, সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ সরকার, সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষিকা শিরীনা আক্তার, সিনিয়র শিক্ষক মো. মুশফিকুর রহমান, সিনিয়র শিক্ষক মাহবুব আলম খন্দকার, সহকারী শিক্ষক আব্দুল জলীল, উজ্জ্বল দেব নাথ, সালেহ আহমদ, মো. নুর উদ্দীন, শিবা রাণী, শারমিন আক্তার। এর আগে তিনি রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এর পর বিকেলে জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ‘জৈন্তাপুর ইউনিয়ন প্রথম ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Read Entire Article