তর্কের সময় ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীকে খুন

2 weeks ago 18

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ উপজেলা সরকারি হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নিহত জাকের হোসেন (২০) চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়িটিক্কা এলাকার আবদুল কাদেরের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাকের হোসেন তার বাবার সঙ্গে ভ্যানে ফেরি করে মাছের ব্যবসা করতেন। শুক্রবার বিকেলে বাড়ির অদূরে স্কুলের পাশে রাস্তার ওপর তুচ্ছ একটি বিষয় নিয়ে জাকের হোসেনের সঙ্গে একই এলাকার ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই ইউনিয়নের বাসিন্দা ৫নং ওয়ার্ডের আবুল কাশেমর ছেলে বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা ৪-৫ জন জাকেরের ওপর হামলা চালিয়ে তার বুকের বাম পাশে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরিবার ও স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত জাকের হোসেনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আবদুল কাদের বলেন, আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেন আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে জানি না। আমি খুনিদের ফাঁসি চাই।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

সায়ীদ আলমগীর/এফএ/এএসএম

Read Entire Article