তাইজুলের ঘূর্ণিতে ফিরল আশা, তবে লিডে এগিয়ে শ্রীলঙ্কা

2 months ago 10

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি ছিল নাটকীয়তার দোলাচলে ভরা। একদিকে বাংলাদেশের সাফল্য—৪টি উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে ম্যাচে ফেরার সংকেত, অন্যদিকে শ্রীলঙ্কার দৃঢ়তা—৪০০ রানের গণ্ডি পার করে ১৫৪ রানের লিড নিশ্চিত করা।

বাংলাদেশের স্পিন আক্রমণ আজ সকালে কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসে। দিনের শুরুতেই তাইজুল ইসলামের দুর্দান্ত স্পেল ভাঙে শ্রীলঙ্কার শক্ত ভিত। তার বলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা (১৫৮) ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা (৭)। এ দুজনের আউটের মধ্য দিয়ে শ্রীলঙ্কার স্কোর বোর্ডে ধাক্কা লাগে, তবে থামেনি রানের গতি।

এর পর রাতের বেলায় ব্যাটিংয়ে নামা প্রভাত জয়সুরিয়াকে ফিরিয়ে দেন পেসার নাহিদ রানা, এই সিরিজে যেটি তার প্রথম উইকেট।

এরপর একসময় যখন কামিন্দু মেন্ডিস এবং কুশল মেন্ডিস জুটি গড়তে শুরু করেন, তখন খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে নাঈম হাসান দারুণভাবে ভেঙে দেন এই জুটি, কামিন্দুকে (৩৩) বোল্ড করে। এরপর অবশ্য আস্থার সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছেন কুশল মেন্ডিস ও অভিষিক্ত সোনাল দিনুশা।

দুজনেই ইতিমধ্যে দলকে ৪০০ পার করে লাঞ্চে নিয়ে গেছেন এবং লিড ২০০ ছাড়ানোর লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন।

স্কোরসংক্ষেপ (লাঞ্চ, তৃতীয় দিন)

  • বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭ অলআউট (তাইজুল ৩৩, মুশফিক ৩৫, দীনুশা ৩ উইকেট)
  • শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪০১/৬ (১০৩ ওভার)
  • লিড: শ্রীলঙ্কা এগিয়ে ১৫৪ রানে
  • ক্রিজে: কুশল মেন্ডিস ৪২*, সোনাল দিনুশা ৮*

বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য—কুশল মেন্ডিসকে ফেরানো। এই উইকেটটি যদি দ্রুত তুলে নেওয়া যায়, তবে শ্রীলঙ্কার লিড সীমিত রাখা সম্ভব হবে। অন্যথায়, ২০০ রানের ওপরের লিড বাংলাদেশের জন্য হয়ে উঠবে বড় চ্যালেঞ্জ।

Read Entire Article