‘তাণ্ডব’ চালিয়ে লোকসানে সোহাগ সিনেমা হল  

2 months ago 64

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ চালিয়ে লোকসান পড়েছে ঘোড়াশাল ‘সোহাগ’ সিনেমা হল। ঈদের দিন ও দ্বিতীয় দিনে মোটামুটি টিকিট বিক্রি হলেও পরে দর্শক উপস্থিতি একদম নাই। 

বিষয়টি নিয়ে সোহাগ’র ম্যানেজার মো. জসিম উদ্দিন কালবেলাকে বলেন, আমাদের ১৬০ আসলের হলে ঈদের দিন সব মিলিয়ে প্রায় ৩০০ টিকিট বিক্রি হয়েছিল। ঈদের পরের দিন বিক্রি হয়েছিল ৪০০টি টিকিট। এরপর আর দর্শক পাইনি। আজ (১৪ জুন) বেলা ১২টায় ১৮টি, বিকেল ৩ টায় ২৪টি এবং সন্ধ্যা ৬টায় ২০ টির মতো টিকিট বিক্রি হয়েছে। 

তিনি আরও বলেন, প্রিয়তমা ছবির গল্পে একটা শক্তি ছিল ভালো গান ছিল। হল থেকে নামিয়ে দেওয়ার ২৫ দিন পর এসেও মানুষ প্রিয়তমা দেখতে চাইতেন। বরবাদ সিনেমা দিয়েও আমরা ভালো ব্যবসা করেছি। বরবাদের গানও অনেক ভালো ছিল। তুফানের ব্যবসা মোটামুটি ছিল। ৩ ছবির ধারেকাছে নাই তাণ্ডব।   

জসিম উদ্দিন বলেন, তাণ্ডব ছবির গল্পের জোর নাই। জৌলুশ নাই। দর্শক সিনেমাটি তাই পছন্দ করেনি। ঈদের ছবি ৭ দিন না যেতেই পাইরেসি হয়েছে। এখন তো মানুষ বাসায় বসে তাণ্ডব দেখবে। হলে কে আসবে। আমাদের ব্যবসার লোকসান হয়ে গেল। অল্প কিছু টিকিট বিক্রি হচ্ছিল সেটাই আর হবে না। 

তিনি আরও বলেন, প্রিয়তমার সময় দেখেছি যারা ২০-২৫ বছর হলে আসেনি তারাও সিনেমা দেখতে এসেছে। গল্পের জোর থাকলে দর্শক হলে আসে। প্রিয়তমা ও বরবাদের গান মানুষ পছন্দ করেছিল। কিন্তু তাণ্ডবের গানও ভালো হয়নি। সিঙ্গেল স্ক্রিনের জন্য লাইটিংও ঠিক ঠাক ছিল না। 

Read Entire Article