তাণ্ডব না, ঈদের সেরা সিনেমা ইনসাফ: ইকবাল

3 months ago 84

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ঈদের সেরা সিনেমা না। এবারের ঈদের সেরা সিনেমা শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’। এমন মন্তব্য করেছেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। 

ইকবালের ভাষ্য, তাণ্ডব সিনেমার কোনো গল্প নাই। যে কারণে সিনেমা হলে দর্শক নাই। মাল্টিপ্লেক্সেও এটি শাকিবের আগের সিনেমার মতো হাইপ তুলতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে গল্পের দুর্বলতার কারণে সিঙ্গেল স্ক্রিনে ধরা খেয়েছেন। 

তিনি আরও বলেন, সাবিলা নূরকে তো নায়িকাই মনে হয়নি। মানুষ ফ্রিতে তার নাটক এত দেখেছেন যে টিকিট কেটে তাকে দেখার আগ্রহ নেই।

ইকবাল বলেন, ইনসাফ অনেক দূর যাবে। এছাড়া মাল্টিপ্লেক্সে উৎসব সিনেমাটিও ফ্যামিলি নিয়ে দর্শক উপভোগ করছে। তবে বাজেট কম থাকায় ও সিঙ্গেল স্ক্রিন থেকে বেশি রেন্টাল নেওয়াতে তাণ্ডব ব্যবসায়িক লস করবে না। তবে সিনেমাটি দর্শকের হতাশ করেছে।     

Read Entire Article