তানিজন তিশার ২৫ লাখ টাকার চ্যালেঞ্জ

1 month ago 7

অভিনেত্রী তানজিন তিশা। বর্তমানে এই অভিনেত্রী আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একটি টকশোতে অংশগ্রহণ করে জানালেন মা হতে চান তিনি। তার এ মন্তব্য মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। এরপর তার এই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিশার সন্তান দাবি করে তিনটি ছবি প্রকাশ করেন এবং অভিনেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এরপর বিষয়টি অভিনেত্রীর নজরে এলে তিনিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। জানিয়েছেন তার বাচ্চা আছে, তা প্রমাণ করতে পারলে তিনি ২০ হাজার ডলার বা ২৫ লাখ টাকা পুরস্কার দেবেন।

শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি। এরপর ছবিগুলো পোস্ট করে নির্ঝর তার ক্যাপশনে লিখেছেন, ‘সেলিব্রেটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে। অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইয়ে বসবাস করেন।

সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’

তার এই স্ট্যাটাসের পর তানজিন তিশা নিজের সামাজিকমাধ্যমে বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেইসব অসভ্যদের বলছি—এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’

এর আগেও তিশা বিয়ে, সন্তান ও প্রেমের সম্পর্ক নিয়ে খবরের শিরোনাম হয়েছেন। 

Read Entire Article