তানিনের মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রচার না করার অনুরোধ ডিপজলের

2 months ago 12

অভিনেত্রী তানিন সুবহা কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে আছেন। এদিকে আজ (৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিতে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার ফেসবুক পেজে তানিন সুবহার সব শেষ অবস্থার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে ডিপজল লিখেছেন, ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য। আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

তিনি তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরও লিখেছেন, ‘অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আমাদের সহকর্মী চিত্রনায়িকা তানিন সুবহা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি ডাক্তার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করছি।’

 

তানিন সুবাহ কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন:

দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ‘মাটির পরী’ সিনেমা দিয়ে বড়পর্দায় নাম লেখিয়ে বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমএমএফ/এমএস

Read Entire Article