তাপপ্রবাহে জনসাধারণের জন্য মসজিদ খোলা রাখার নির্দেশ

3 months ago 10

চলমান তাপপ্রবাহ মোকাবিলায় মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রোববার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদ কমিটির মাধ্যমে আজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।

একই বিজ্ঞপ্তিতে চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে বলে জানানো হয়। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

এদিকে টানা পাঁচদিন তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। গত বুধবার শুরু হওয়া এই তাপপ্রবাহ শুক্রবার থেকে তীব্র রূপ ধারণ করেছে। এই গরম হঠাৎ করে কমার সম্ভাবনাও নেই। এই গরমে অনেকেই হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। তাদের জন্য মসজিদ উন্মুক্ত রাখার নির্দেশ দিলো ডিএনসিসি।

এমএমএ/জিকেএস

Read Entire Article