তাবলিগের কোন পক্ষের ইজতেমা কবে, যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

2 months ago 35

তাবলিগের দুই পক্ষের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে চলতে থাকা বিরোধের মধ্যে দুই পর্বের বিশ্ব ইজতেমার কোন পর্বে কোন পক্ষ ইজতেমা করবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ার) অনুষ্ঠিত হবে শুরায়ী নেজামের অধীনে এবং দ্বিতীয় পর্ব (৭ থেকে ৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সাদপন্থীদের অধীনে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন যাবৎ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, ১ম পর্বের আয়োজনকারীগণ তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। ২য় পর্বের আয়োজনকারীগণ ৪ ফেব্রুয়ারি বিকালে কমিটির নিকট থেকে ইজতেমার মাঠ বুঝে নিবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন।

বিশ্ব ইজতেমা তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত প্রতিবছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের জন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়। এবার ৫৮তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

ওএফএফ/এমএস

Read Entire Article