তারকাদের ভিড়ে এক ধাপ এগিয়ে তামান্না

জীবনে বিজয় বার্মার অধ্যায় নেই কিন্তু তাই বলে থেমে না গিয়ে উল্টো আরও গতিময় হয়েছে তামান্নার ক্যারিয়ার যাত্রা। যেখানে একটি ছবির জন্য নায়িকাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সেখানে তামান্নার দরজায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে পাঁচটি সিনেমা। বছরের শেষ প্রান্তে বলিউড এখন আগাম হিসাব কষছে—আর সেই অঙ্কেই উঠে আসছে তামান্নার নাম। গুঞ্জন বলছে, ২০২৬ হতে চলেছে তামান্নার ‘লাকি ইয়ার’। কিন্তু এই দৌড়ে বাকি নায়িকাদের কী অবস্থা? আলো কি শুধু একজনকেই অনুসরণ করবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় চমক? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বলিউডে নতুন বছরের ছবির তালিকা প্রকাশ হতেই স্পষ্ট—২০২৬ সালের দৌড়ে আপাতত এগিয়ে তামান্না ভাটিয়া। তবে তার মানে এই নয় যে অন্য নায়িকারা পিছিয়ে পড়ছেন। আলিয়া ভাট ও কৃতি শ্যানন এখনো আলোচনার কেন্দ্রে, যদিও কাজের সংখ্যায় তামান্নার থেকে কিছুটা পেছনে। আলিয়া ভাটের হাতে আপাতত রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ছবি। তার মধ্যে সবচেয়ে চর্চিত শিব রাওয়াইল পরিচালিত স্পাই থ্রিলার ‘আলফা’। দুই নারী গুপ্তচরের ভয়ংকর অভিযানের গল্পে আলিয়ার সঙ্গে থাকছেন শর্বরী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওলকেও। এর পাশাপ

তারকাদের ভিড়ে এক ধাপ এগিয়ে তামান্না
জীবনে বিজয় বার্মার অধ্যায় নেই কিন্তু তাই বলে থেমে না গিয়ে উল্টো আরও গতিময় হয়েছে তামান্নার ক্যারিয়ার যাত্রা। যেখানে একটি ছবির জন্য নায়িকাদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়, সেখানে তামান্নার দরজায় সারি বেঁধে দাঁড়িয়ে আছে পাঁচটি সিনেমা। বছরের শেষ প্রান্তে বলিউড এখন আগাম হিসাব কষছে—আর সেই অঙ্কেই উঠে আসছে তামান্নার নাম। গুঞ্জন বলছে, ২০২৬ হতে চলেছে তামান্নার ‘লাকি ইয়ার’। কিন্তু এই দৌড়ে বাকি নায়িকাদের কী অবস্থা? আলো কি শুধু একজনকেই অনুসরণ করবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে আরও বড় চমক? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বলিউডে নতুন বছরের ছবির তালিকা প্রকাশ হতেই স্পষ্ট—২০২৬ সালের দৌড়ে আপাতত এগিয়ে তামান্না ভাটিয়া। তবে তার মানে এই নয় যে অন্য নায়িকারা পিছিয়ে পড়ছেন। আলিয়া ভাট ও কৃতি শ্যানন এখনো আলোচনার কেন্দ্রে, যদিও কাজের সংখ্যায় তামান্নার থেকে কিছুটা পেছনে। আলিয়া ভাটের হাতে আপাতত রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ছবি। তার মধ্যে সবচেয়ে চর্চিত শিব রাওয়াইল পরিচালিত স্পাই থ্রিলার ‘আলফা’। দুই নারী গুপ্তচরের ভয়ংকর অভিযানের গল্পে আলিয়ার সঙ্গে থাকছেন শর্বরী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওলকেও। এর পাশাপাশি আলিয়ার দ্বিতীয় ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’—সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ও রণবীর কপূরের দ্বিতীয় কাজ। এই ছবির মাধ্যমে প্রথমবার বানসালির ছবিতে অভিনয় করবেন ভিকি কৌশল। ভালোবাসা, দ্বন্দ্ব আর সম্পর্কের জটিল টানাপড়েনে মোড়া গল্পে প্রত্যাশা তুঙ্গে। শর্বরীর ঝুলিতেও রয়েছে আরেকটি বড় ছবি—‘ইয়ে প্রেম মোল লিয়া’। বিপরীতে আয়ুষ্মান খুরানা। এই ছবির মাধ্যমে সূরজ বরজাত্যার জগতে পা রাখছেন শর্বরী। সঙ্গে থাকছেন বরজাত্যার ঘনিষ্ঠ অভিনেতা অনুপম খের। অন্যদিকে, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানাকে প্রথমবার একসঙ্গে দেখা যাবে ‘ককটেল ২’-এ। শহিদ কাপূরকে নিয়ে ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিতে আবারও ফিরছে ত্রিকোণ প্রেমের গল্প। পরিচালক হোমী অদজানিয়া জানেন, এই রসায়ন কখনও পুরোনো হয় না। রাশমিকাকে দেখা যাবে ‘বর্ডার ২’-তেও, আর কৃতি ঝড় তুলতে প্রস্তুত ‘ডন ৩’ দিয়ে। সব মিলিয়ে, তবু আলোচনার শীর্ষে তামান্না ভাটিয়া। বলিউডের ‘তুরুপের তাস’ হয়ে তিনি হাজির হচ্ছেন ‘ও রোমিও’, ‘ভি শান্তারাম’, ‘ভান’, ‘রেঞ্জার’ এবং ‘মারিয়া আইপিএস’ নামের একগুচ্ছ ছবিতে । এক ছবিতে তার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন তৃপ্তি দিমরি, আর আরেকটিতে বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। সব হিসাব মিলিয়ে বলিউডের নতুন বছরের অঙ্কে আপাতত এক ধাপ এগিয়ে তামান্না। তবে ইন্ডাস্ট্রি জানে, এ দৌড় শেষ হয় শেষ ফ্রেমে। ২০২৬ এর শেষ পর্যন্ত কার ভাগ্য হাসবে, সেটাই এখন দেখার পালা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow