তারুণ্যের সমাবেশ সফলে গোপালগঞ্জে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

2 months ago 6

ঢাকায় আগামী ২৮ মে অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিলও অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজ,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান পলাশ, মাহমুদুল হাসান আল মারজান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসাইন, জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
 

Read Entire Article