বহুল আলোচিত-সমালোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি আনন্দ মিছিল শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন থেকে দৈনিক বাংলার মোড় হয়ে ফকিরাপুল এসে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, সহসভাপতি মো. নাছির উদ্দিন মোল্লা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি এসএম সায়েম, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, সহসভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, যুগ্মসম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্মসম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, সাবেক সহসাধারণ সম্পাদক লিন্টু মুন্সী, জসীম উদ্দিন, এনামুল হক সাগর, সহসাংগঠনিক সম্পাদক এমরান উল্লাহ, হাসান মৃধা, আল আমিন বেপারীসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সব নেতা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।