লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণ জানানোর পর আরও একটি সুসংবাদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানালেন, তারেক রহমান শিগগির দেশে ফিরছেন। তবে কবে ফিরছেন তার দিনক্ষণ বলেননি।
মির্জা ফখরুলের কাছে প্রশ্ন ছিল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে নাগাদ দেশে ফিরবেন?
আরও পড়ুন
- নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত: ফখরুল
- ইউনূস-তারেক বৈঠক সংকট নিরসনে ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: ফখরুল
জবাবে দলের মহাসচিব বলেন, ‘তারেক সাহেব নিশ্চয় দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন।’
কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন,‘শিগগির ফিরবেন।’
এদিকে খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে শারীরিক দিক থেকে বেশ ভালো বলে মনে হয়... ডাক্তারা তাই বলেছেন। সি ইজ মাচ বেটার।’
কেএইচ/বিএ/এমএস